আবারও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন পাকিস্তানের মুশতাক
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 19 October, 2024, 1:19 PM

আগামী ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এতে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে ফিরছেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদ।


শনিবার (১৯ অক্টোবর) বিসিবির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। এদিন বাংলাদেশ দলের অনুশীলনে মুশতাককে দেখা যায়। নতুন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে লম্বা সময় কথা বলতেও দেখা গেছে তাকে।

জানা গেছে, চলতি বছরের এপ্রিলে মুশতাক আহমেদকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ পাকিস্তান সফর পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। চুক্তির মেয়াদ না থাকায় তাকে ভারত সফরে দেখা যায়নি।

মুশতাকের ফেরার বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি হয়েছে কি না, এখনই এটা বলতে পারছি না। তবে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজে দলের সঙ্গে থাকবেন।

ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, তার সঙ্গে আমাদের কথা ছিল তার প্রাইয়োর কমিটমেন্ট না থাকলে বিভিন্ন সময়ে আসবে। সেই হিসেবেই এই সিরিজটা আপাতত থাকছেন তিনি।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//




















সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft