সদ্য সংবাদ :
আন্তর্জাতিক

তালেবানের আমন্ত্রণ পেল চীন-পাকিস্তান, পায়নি ভারত!

Published : Tuesday, 7 September, 2021 at 11:24 AM
 আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শেষ করে এনেছে তালেবান। নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।


 
তবে সেই তালিকায় নাম নেই ভারতের। যদিও যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের আমলে দীর্ঘ ২০ বছরে আফগানিস্তানে বড় বড় প্রকল্পগুলো পরিচালনা করে এসেছে ভারত।

  
তালেবান সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন, ভারতসহ সব দেশের সঙ্গেই  বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তারা।  

৩০ অগাস্ট আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা। এর আগে ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। শেষ এই সীমান্ত প্রদেশ পানশির এখনও তালেবানের দখলে নয়।  

এদিকে সোমবার সকালে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ‘আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পাজশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান। ’ বেলা বাড়তেই পাজশিরের সরকারি ভবনে তালেবান পতাকা উড়তে দেখা যায়। পাজশিরে প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমদ মাসুদের বাড়িরও দখল নিয়েছে তারা।


 

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close