সদ্য সংবাদ :

নোয়াখালীতে নৌকার দুই প্রার্থীসহ ৫ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

Published : Monday, 20 September, 2021 at 12:55 PM
নোয়াখালী প্রতিনিধি: ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের অভিযোগ এনে নৌকার দুই প্রার্থী ভোট বর্জন করেছেন। এছাড়াও আওয়ামী লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একই অভিযোগে নির্বাচন বর্জন করেছেন।

নোয়াখালীর হাতিয়ার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) জিয়া আলী মোবারক কল্লোল ও ১০ নম্বর জাহাজ মারা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) এটিএম সিরাজ উল্যাহ ভোট বর্জনের ঘোষণা দেন।

নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া অন্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নে আবদুল হালিম আজাদ (আনারস প্রতীক), ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) নূরুল ইসলাম, ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) মো. মেহেরাজ উদ্দিন। এই তিনজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

প্রার্থীরা সাংবাদিকদের কাছে তাদের ভোট বর্জনের কথা জানিয়েছেন। প্রার্থীরা বলেছেন, সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর মধ্য দিয়ে হাতিয়ার সাত ইউপির মধ্যে পাঁচটিতেই চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করলেন।

এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমি এখনও কোনও প্রার্থীর থেকে অভিযোগ পাইনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলেও দাবি করেন তিনি।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ// 








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close