সদ্য সংবাদ :
বিনোদন

হোস্টেলে থাকা বন্ধুদের গল্প নিয়ে এল নাটক ‘নয়নতারা বিদ্যালয়’

Published : Thursday, 30 September, 2021 at 8:15 PM
স্টাফ রিপোর্টার: হোস্টেলে থাকা বন্ধুদের নিয়ে নির্মিত হলো শিশুতোষ ধারাবাহিক ‘নয়নতারা বিদ্যালয়’। 
নাটকটিতে অভিনয় করেছে উনাইসা তিজান খান, নীল স্রোতস্বিনী, অরিঘ্ন অর্ঘ, সানান এ কাউসার বাস্তব, আলী আবদুল্লাহ্ দাইয়ান ভুঁইয়া, সাদমান সাঈদ মাহির, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত, তানসী মাসুদ, আহনাফ ইথিকা মৌন, খায়রুল আলম সবুজ, সাজু খাদেম, মায়মুনা ফেরদৌস মম, সানজিদা মিলা, হাসনাত রিপন, সুজন হাবিব ও এস এম আশরাফুল আলম।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে অবস্থিত নয়নতারা বিদ্যালয়। এখানে ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করে। পাঠ্যসূচিও অন্যান্য স্কুল থেকে একটু আলাদা। হোস্টেলে থাকা দশ বন্ধুর স্কুলজীবনের নানান ঘটনা ও প্রতিযোগিতার গল্প নিয়ে এগিয়ে যায় ‘নয়নতারা বিদ্যালয়’-এর কাহিনি। 

৩০ পর্বের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু।

শিশুতোষ একটি চ্যানেল আগামী ১ অক্টোবর থেকে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট ও রাত ৮টায় প্রচার হবে নাটকটি।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close