সদ্য সংবাদ :
রাজনীতি

খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন: ডা. শাহাদাত

Published : Monday, 15 November, 2021 at 8:42 PM
চট্রগ্রাম অফিস:`বেগম খালেদা জিয়ার এমন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া উচিত। কিন্তু সরকারের প্রতিহিংসাপরায়ণ নীতির কারণে আজ তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্রতিহিংসার খেলা বন্ধ করুন। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন।’
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে কোর্ট চত্বরে বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আজ দেশে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, ভোটাধিকার নেই। দীর্ঘ ১২ বছর ধরে গণতন্ত্র নির্বাসিত, মানবিকতা বলতে কিছুই নেই। দীর্ঘ ১২ বছর অধিক সময় সরকারের নির্যাতন নিপীড়নে বিএনপি'র হাজার হাজার নেতাকর্মী প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে। সরকারের বিরুদ্ধে কিছু বললেই তার বিরুদ্ধে মামলা আর নির্যাতন। সরকারের রোষানলে থেকে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও রেহাই পায়নি।’ 

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ সীমাহীন পর্যায়ে। সরকার বাজারের ঊর্ধ্বগতি রোধে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। বাজার মনিটরিং সরকারের নিয়ন্ত্রণে নেই। দুর্নীতি আর দুঃশাসনের কারণে দেশের এই অবস্থা। কেরোসিন এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে আজ সবকিছু ঊর্ধ্বগতি।’

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সাত্তার সরোয়ার, নিয়াজ মোহাম্মদ খান, গাজী মোঃ সিরাজ উল্লাহ, অ্যাডভোকেট আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট  ইফতেখার মহসিন, হাজী নবাব খান, হাজী মোহাম্মদ বেলাল, অ্যাডভোকেট সৈয়দুল আমিন, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট এরফান, অ্যাডভোকেট জাহিদ বিন রশিদ, মোঃ আজগর,জমির উদ্দিন নাহিদ, মোস্তাকিম মাহমুদ, মোহাম্মদ হাসান, মোঃ মামুন, ইয়াকুব খান বাবু প্রমুখ নেতৃবৃন্দ।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close