সদ্য সংবাদ :

কুসিক নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা

Published : Friday, 27 May, 2022 at 1:03 PM
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

|
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক এ প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হয়। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে।

প্রতীক বরাদ্দ নিয়ে সকাল থেকেই পুরো শিল্পকলা একাডেমিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। প্রার্থীদের সঙ্গে নিয়ম অনুযায়ী ৫ জন করে কর্মী সমর্থকরা আসছেন বরাদ্দ পেতে।

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close