সদ্য সংবাদ :
জাতীয়

ত্রাণ সহায়তার তালিকায় নাম না থাকা ক্ষতিগ্রস্তদের খোঁজে ইউএনও

Published : Saturday, 16 July, 2022 at 10:47 PM
এস এ আখঞ্জী,তাহিরপুর: স্মরণ কালের ভয়াবহ বন্যার ছোবলে  তছনছ পরিবারগুলো সহায়তার তালিকা নাম উঠেনি, এমন পরিবারের খোঁজে, হাওর বেষ্টিত প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে, প্রধানমন্ত্রী'র ত্রাণ ও দুর্যোগ  তহবিলের সহায়তার অনুদানের নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে,  প্রদান করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। 

আজ শনিবার  (১৬জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের, ছিলানি তাহিরপুর, ইসলামপুর, মুজরাই, কামাল পুর,তরং, দলই গাও, বাঁশতলা, ইন্দ্রপুর,বিনোদপুর, বিরেন্দ্র নগর  তেরঘরসহ বিভিন্ন এলাকায় ক্ষতি গ্রস্তদের নাম তালিকায় উঠেনি, এমন পরিবারের খোঁজে গ্রামে গ্রামে ছুটে  গিয়ে তাদের  মাঝে ১৫০ প্যাকেট ত্রাণ, শিশু খাদ্য ও ২০টি পরিবারে আর্থিক অনুদান এর নগদ অর্থ বিতরণ করেন তিনি ।  

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার  বি,আর,ডি,বি কর্মকর্তা শুকুর আলী,  পি আই, ও অফিসের সহকারী জসিম উদ্দিন,উত্তর শ্রীপুর ইউনিয়নে ১নংওয়ার্ডের শাহজাহান খন্দকার,২নংওয়ার্ডের রাশিদ মিয়া, সাংবাদিক আহম্মদ কবির, শামসুল আলম আখঞ্জী, আবু জাহান তালুকদার,  উপজেলা প্রশাসনের কর্মচারী ইনায়েত ও আনসার বাহিনীর সদস্য।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close