সদ্য সংবাদ :
আন্তর্জাতিক

মালদ্বীপে সেরা এয়ারলাইন্স এর পুরষ্কার পেলো ইউএস-বাংলা

Published : Friday, 4 November, 2022 at 12:26 PM
আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের রাজধানী মালেতে ভয়েজ এশিয়ান ডট নিউজ রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলা্ইন্সকে অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিআইপি জনাব সোহেল রানা। বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলাকে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করে দীর্ঘ দিনের কষ্ট নিরসন করার জন্য, অন-টাইম ডিপারচার সহ বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখায় “ সেরা এয়ারলাইন্স” এরপুরষ্কার প্রদান করেছে সিঙ্গাপুর ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েজ এশিয়ান ডট নিউজ। 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম “সেরা এয়ারলাইন্স” এর ক্রেস্ট অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন। ০৩ নভেম্বর ২০২২ তারিখে মালদ্বীপের রাজধানী মালেতে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইট এর এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সেবায় আরো বেশী প্রতিজ্ঞাবদ্ধ হবে।

এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক বেস্ট ডমেস্টিক এয়ারলাইন, এছাড়া ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার এয়ারলাইন অব দ্যা ইয়ার-ভূষিত হয়েছিলো।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এম/এম






আন্তর্জাতিক পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close