সদ্য সংবাদ :
অপরাধ

জেনেভা ক্যাম্পে র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

Published : Friday, 25 November, 2022 at 12:00 PM
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সেলিম (৩২) ও মো. তৌহিদ (২৯)।

র‌্যাব-২-এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আমাদের কাছে তথ্য আসছিল যে, একদল সন্ত্রাসী র‌্যাব পরিচয় দিয়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এর প্রেক্ষিতে র‌্যাব-২-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের উপপরিদর্শক (এসআই) বলে পরিচয় দেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন ধরে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন।


ফজলুল হক বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি র‌্যাবের জ্যাকেট, একজোড়া হ্যান্ডকাফ, একটি বাঁশি, একটি মোবাইল সেট, একটি চাবির ছড়া ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close