চট্রগ্রাম অফিস: চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবদুলাল ভৌমিক।
এ ছাড়া প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দুটি পদে সমকালের দুইজন বিজয়ী হয়েছেন। তারা হলেন- সাংস্কৃতিক সম্পাদক পদে চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার ও গ্রন্থাগার সম্পাদক পদে স্টাফ রিপোর্টার আহমেদ কুতুব।
গতকাল শনিবার বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ব্যবস্থাপনা কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।
কার্যকরী সদস্যের চারটি পদে- জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মোহাম্মদ আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু নির্বাচিত হয়েছেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //