সদ্য সংবাদ :
জাতীয়

সরকার আদালতে কখনো হস্তক্ষেপ করে না বললেন আইনমন্ত্রী

Published : Friday, 6 January, 2023 at 3:33 PM
স্টাফ রিপোর্টারঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি গত পরশুদিন বলেছি, আজকেও বলছি। সরকার আদালতের কোনো মামলা চলাকালীন সময়ে বা আদালতে মামলা হওয়াতে, কখনো কোনো মন্ত্রণালয় হস্তক্ষেপ করে না। মামলা আদালতে চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিচ্ছেন।
তিনি বলেন, আমি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে শুনেছি, হাইকোর্টে যে জামিন দেওয়া হয়েছিল সেখানে আইনের কিছু ব্যত্যয় ঘটেছিল, সেজন্য তিনি আপিল বিভাগে গিয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার তিনজন আইনজীবীকে আদালতে তলব প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে  আইনমন্ত্রী বলেন, বিচারবিভাগ স্বাধীন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের জেলা জজ এবং অন্যান্য বিচারকগণ প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন এবং একটি ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের (আইনজীবী) আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি।
তিনি বলেন, সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি কনটেম্পট রুল ইস্যু করেছেন। এখন এটা বিচারিক ব্যপার। আদালত বিচার করবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক শাহগীর আলম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে তিনি ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে দশটায় আখাউড়া এসে পৌঁছেন। পরে তিনি সড়কপথে নিজ বাড়ি কসবার উদ্দেশ্যে রওয়ানা করেন। সেখানে কসবা প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।




























এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আই //






জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close