সদ্য সংবাদ :
খেলা

ওয়ানডতে শীর্ষে ভারত

Published : Wednesday, 25 January, 2023 at 6:23 PM
স্পোর্টস ডেস্কঃ আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে ভারত। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঘরের মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে ভারত। 
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করায় আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত হয় ভারতীয় ক্রিকেট দলের। ১১৪ রেটিং নিয়ে সবার উপরে এখন ভারত। ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় র‌্যাংকিংয়ে চার নম্বরে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১১। সিরিজের দ্বিতীয় ম্যাচ হারের পরও শীর্ষস্থান হারিয়েছিলো কিউইরা।
১১৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১২। পঞ্চম ও ষষ্ঠস্থানে আছে যথাক্রমে- পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ৯৫ রেটিং নিয়ে সপ্তমস্থানে আছে বাংলাদেশ। অষ্টম থেকে দশমস্থানে আছে শ্রীলংকা (৮৮), আফগানিস্তান (৭১) ও ওয়েস্ট ইন্ডিজ (৭১)। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও শীর্ষে আছে ভারত।























এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আই //







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close