সদ্য সংবাদ :
রকমারি

মৃত্যুর ৫ ঘণ্টা পরে কফিনে শ্বাস নিলেন বৃদ্ধা, অতঃপর

Published : Thursday, 15 June, 2023 at 10:20 AM
রকমারি ডেস্ক:হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৬ বছর বয়সী বেলা মন্তোয়ার। চিকিৎসকরা ‘মৃত’ বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেটও লিখে দেন। এরপর খ্রিস্টান রীতি মেনেই তার দেহ কফিনবন্দী করা হয়, শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। তারপরেও সেই কফিনের ভিতরে যে কাণ্ড ঘটে গেল, সবাই হতবিহ্বল। ১৩ জুন (সোমবার) ইকুয়েডরের বাবাহোয়ো শহরে ‘মৃত্যুর পরেও’ শ্বাস নিয়ে বেঁচে উঠলেন বৃদ্ধা!

বেলার ছেলে গিলবার্ট বলেন, ‘তাঁর মায়ের মৃত্যুর খবর জানাজানি হয় পরিবারে। তার পরেই তাঁর অন্ত্যেষ্টির জন্য ধীরে ধীরে আত্মীয়স্বজনরা আসতে শুরু করেন। কীভাবে তার শেষযাত্রা হবে, তা নিয়েও চলে আলোচনা। এরপর ধীরে ধীরে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে কফিন কাঁধে নিয়ে এগিয়ে যান সবাই। এরপর কবরস্থানে পৌঁছে তাঁর পোশাক পরিবর্তনের জন্য সেই কফিন খোলা হয়। তা খুলতেই ঘটে গেল বিস্ময়কর ঘটনা! দেখা গেলো, জোরে শ্বাস নিচ্ছেন ওই বৃদ্ধা! মৃত্যুর ৫ ঘণ্টা পরে এমন দৃশ্য দেখে চমকে যান উপস্থিত সবাই।



বেলার ছেলে বলেন, ‘মা তাঁর বাঁ হাত নাড়াতে শুরু করেন চোখও খুলেন। তারপর মুখ খুলে জোরে শ্বাস নিচ্ছিলেন। তাঁর শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছিল।’ এরপরেই তাঁরা কফিন খুলে ‘মৃত’ মাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। ততক্ষণে সবাই ঘটনার ভিডিও করতে শুরু করেন। অনেকে অ্যাম্বুলেন্স ডাকেন।

খানিকক্ষণেই সেখানে পৌঁছায় প্রশাসন। আসে দমকল। বেলাকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় আইসিইউতে।
 
বর্তমানে অক্সিজেনের সাপোর্টে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তসাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগে ফেব্রুয়ারি মাসেও একই ঘটনা ঘটে নিউইয়র্কে। ৮২ বছর বয়সী নারীকে মৃত ঘোষণার পর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তাকে শ্বাস নিতে দেখা যায়। তথ্য প্রযুক্তির এই দেশেও প্রায়ই এমন ঘটনা শোনা যায়।

 দ্য ওয়াল ডটইন
 

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close