প্রযুক্তি ডেস্ক: চাঁদের মাটিতে অবতরণের সপ্তম দিনে বড়সড় সাফল্য চন্দ্রযান-৩-এর।
মঙ্গলবার (২৯ আগস্ট) ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর (কুমেরু) কাছে সালফারের খোঁজ পেয়েছে রোভার প্রজ্ঞান। এবার হাইড্রোজেনের খোঁজ শুরু হয়েছে।
রোভার প্রজ্ঞানের মধ্যে রয়েছে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ। এর মধ্যে থাকা লেজার রশ্মি চাঁদের মাটিতে ফেলে খনিজ পদার্থের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইসরো আরও জানিয়েছে, চাঁদে ইতিমধ্যেই অ্যালুমিনিয়াম, অক্সিজেন, সিলিকন, ম্যাঙ্গানিজ, টাইটেনিয়াম, ক্রোমিয়াম, ক্যালসিয়ামের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। এবার হাইড্রোজেনের খোঁজে জোর তল্লাশি চলছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট বিশ্বে প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের মাটিতে প্রজ্ঞানের ১৪ দিন কর্মক্ষমতা বজায় থাকবে। ইতিমধ্যেই এক সপ্তাহ পার করেছে এটি। আগামী এক সপ্তাহে আর কী কী খুঁজে পাবে প্রজ্ঞান, তার দিকেই নজর গোটা বিশ্বের।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //