সদ্য সংবাদ :
মিডিয়া

দুই রোটারিয়ানের চট্টগ্রাম প্রেসক্লাব সদস্যপদ লাভ

Published : Friday, 8 September, 2023 at 9:09 PM
চট্রগ্রাম অফিস:চট্টগ্রাম প্রেসক্লাব সম্মেলনকক্ষে রোটারি ইন্টারন্যাশনার ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর ইঞ্জিনিয়ার মো.মতিউর রহমান ও  পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী’র চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হওয়াকে কেন্দ্র করে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে  রোটারিয়ান-সাংবাদিকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল বেশ সরগরম হয়ে ওঠে। নতুন এ দুই সদস্যের জীবনী পাঠ করে শোনান  চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাউদ্দিন মো.রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো.মতিউর রহমান রোটারির ইতিহাস-ঐতিহ্য,পোলিওমুক্তবিশ্ব করাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন, “বিশ্বের সবচে’ প্রাচীনতম মানবতাবাদী সংগঠন  রোটারি ইন্টারন্যাশনাল মানবতার কল্যাণে নিরলস কাজ করছে। সাংবাদিকেরাও মানুষের কল্যাণে জীবনঝুঁকি নিয়ে তাঁদের দায়িত্ব পালন করছেন। তাই সাংবাদিকদের ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ সংগঠন চট্টগ্রাম প্রেসক্লাবের সাথে সংযুক্ত হতে পেরে আমি বেশ গর্ববোধ করছি এবং আমাকে এ সুযোগ দেয়ায় সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রোটারিয়ান-সাংবাদিক পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজের সুবিধাবঞ্চিত অবহেলিত মানুষের কল্যাণে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”

চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন আজীবন দাতা সদস্য উদীয়মান শিল্পপতি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের সার্বিক দৈন্যদশায় হতাশা ব্যক্ত করে বলেন, ক্রমান্বয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার না ঘটে, চট্টগ্রামে বড় বড় শিল্প গ্রুপের সংখ্যা কমে যাচ্ছে। তরুণ শিল্পোদ্যাক্তাদের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের অনুকূল পরিবেশ নেই চট্টগ্রামে। বাণিজ্যেক রাজধানী চট্টগ্রামে কেন ব্যবসা-বাণিজ্যের এ বেহাল অবস্থা তার প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের উদাত্ত আহবান জানান তিনি।

চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান মোহাম্মদ আকবর হোসেন, পিপি রোটারিয়ান সাংবাদিক নাসিরুল হক, পিপি রোটারিয়ান সাংবাদিক কাজী আবুল মনসুর, সাংবাদিক জাহেদুল করিম কচি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ননেতা সাংবাদিক আসিফ সিরাজ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ), প্রেসক্লাব সাধারণ সম্পাদক পিপি রোটারিয়ান দেবদুলাল ভৌমিক,  রোটারিয়ান সাদমান সিকা ইসলাম সেফা।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close