সদ্য সংবাদ :
মিডিয়া

সামাজিক দায়বদ্ধতা পালনে দেশের সমৃদ্ধি গতিশীল হয় :মিথুন দত্ত

Published : Monday, 11 September, 2023 at 12:46 AM
চট্রগ্রাম অফিস: এম এন এস ইন্সপেকশান কোম্পানির পরিচালক (অর্থ) ইঞ্জিনিয়ার মিথুন দত্ত বলেছেন, প্রতিটি মানুষের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা যথাযথভাবে পালন করা গেলে দেশের সমৃদ্ধি গতিশীল হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব একটি কল্যাণকর প্রতিষ্ঠান। সমাজ পরিবর্তনে এই প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা রয়েছে। তাই চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিবারভুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সবসময় নিজেকে সম্পৃক্ত রাখার অভিপ্রায় ব্যক্ত করছি। 
৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার মিথুন দত্ত উক্ত অভিমত ব্যক্ত করেন। 
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। 
প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় সাংবাদিক এবং সাধারণ মানুষের কল্যাণে চট্টগ্রাম প্রেস ক্লাব কাজ করে থাকে। ইঞ্জিনিয়ার মিথুন দত্ত একজন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আগামীতে প্রেস ক্লাবের কল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি ।
 
স্বাগত বক্তব্যে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, ইঞ্জিনিয়ার মিথুন দত্ত একজন আইটি বিশেষজ্ঞ হয়েও নানা সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন। এতে তার দেশাত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় মেলে। মেধা ও মননের মাধ্যমে আগামীতে সমাজের কল্যাণে এগিয়ে আসবেন । 
প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, পোর্ট্রেট নিউজের প্রকাশক ও সম্পাদক রূপম চক্রবর্তী । 

অনুষ্ঠানের শুরুতে অতিথিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এসময় প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, এম এন এস ইন্সপেকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পিযুষ তালুকদার’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close