সদ্য সংবাদ :
বাণিজ্য-শেয়ার বাজার

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমকে চিটাগাং উইম্যান চেম্বারের সংবর্ধনা

Published : Monday, 11 September, 2023 at 9:19 PM
চট্রগ্রাম অফিস: চট্টগ্রামের ব্যবসায়ীদের নেতা মাহবুবুল আলম এফবিসিসিআই’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চিটাগাং উইম্যান চেম্বারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। হোটেল আগ্রাবাদের ইছামতি হলে সংবর্ধনা অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সাবেক মহিলা সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

অনুষ্ঠানে ফুল দিয়ে, কেক কেটে এবং শুভেচ্ছা স্মারক দিয়ে এফবিসিসিআই’র নব নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলমকে চিটাগাং উইম্যান চেম্বারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, চিটাগাং মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী, চিটাগাং চেম্বার পরিচালক মো. রাকিবুর রহমান টুটুল, খাগড়াছড়ি চেম্বারের পক্ষে সুদর্শন দত্ত, বান্দরবান উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট লালসানি লুসাই, কক্সবাজার উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট জাহানারা বেগম, রাঙামাটি উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা বেগম, চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক সমিতির প্রেসিডেন্ট মো. মন্‌জুর খান।

স্বাগত বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। সমাপনী বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দুদক, চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. মাহমুদ হাসান, উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, পরিচালক মণ্ডলী ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন মার্কেট মালিক–সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close