সদ্য সংবাদ :
বিনোদন

চট্টগ্রামকে ধন্যবাদ জানালেন শাহরুখ!

Published : Tuesday, 12 September, 2023 at 4:58 PM
বিনোদন ডেস্ক:বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ৭ সেপ্টেম্বর ভারতসহ বাংলাদেশেও মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। বর্তমানে বিশ্বজুড়ে চলছে ‘জওয়ান’ ঝড়। এ সিনেমার জোয়ারে এখন ভাসছে চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। নিজ দেশের হলে বসে শাহরুখ খানের সিনেমা দেখে খুশি চট্টগ্রামবাসী। বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা চোখে পড়েছে খোদ শাহরুখেরও। আর সেই আনন্দে এবার চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন বলিউড বাদশাহ! শনিবার রাতে নিজের টুইটারে চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানিয়ে অভিনেতা লেখেন, ‘থ্যাংক ইউ চট্টগ্রাম’।

‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান দলটি শাহরুখের ছবি আঁকা টি-শার্ট পরে প্রেক্ষাগৃহে ভিড় জমান। এমনকি হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন ফ্যান দলের সদস্যরা।


নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে ব্যাপক আবেগী হয়ে চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানান শাহরুখ খান। আর বলিউড বাদশার কাছ থেকে এমন বার্তা পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের শাহরুখ ভক্তরাও। এরপরই শাহরুখের করা সেই পোস্টে চট্টগ্রামের ভক্তরা ভালোবাসার শুভেচ্ছা ছড়িয়ে দিতে শুরু করে।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। টিকিটের জন্য হাহাকার লেগে গেছে।‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে আছেন নয়নতারা। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি তো রয়েছেন। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও থালাপতি বিজয়।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //









সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close