সদ্য সংবাদ :
জাতীয়

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

Published : Tuesday, 12 September, 2023 at 5:23 PM
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লির বাহরাম মিয়া (৬০), দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কালাম (৪০)।

আহতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত, নওগাঁ জেলার আরিফুল ইসলাম, ঢাকার মগবাজার এলাকার সাবিনা ও তার মেয়ে তানহা। অন্য ছয়জনের নাম, পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। ওই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ ১০ বাসযাত্রী। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা বলেন, আমরা দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে আলমগীর হোসেনের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদে পল্লির পাশে হওয়ায় বাহরাম মিয়ার মরদেহ তারা বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //









জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close