সদ্য সংবাদ :
জাতীয়

এগিয়ে চলছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম

Published : Thursday, 14 September, 2023 at 8:34 PM
চট্রগ্রাম অফিস: চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সংগঠনের মাসিক সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, জনসংযোগ সম্পাদক এসএম আবু তৈয়ব, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, প্রফেসর ডা. সাহেনা আক্তার, ডা. এ কে এম নাছির উদ্দিন, অনারারী অ্যাডভাইজার (ল্যাব) আবুল কালাম তোফা প্রমুখ।সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ব্যাপকভাবে প্রচার–প্রচারণাসহ সমাজের অসচ্ছল শ্রেণির রোগীদের সর্বোচ্চ ছাড় দিয়ে রোগী সেবা কার্যক্রমকে জোরদারকরণের ব্যাপারে আলোচনা–পর্যালোচনাসহ সংশ্লিষ্ট বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সংগঠন কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংগঠনের সার্বিক কার্যক্রম প্রতিফলন নিশ্চিতকল্পে যথাযথ কর্মসূচিসহ একটি প্রামাণ্যচিত্র বাস্তবায়নেরও সিদ্ধান্ত হয়।
সভার সভাপতি মোহাম্মদ আবদুস সালাম এই সংগঠনের কল্যানার্থে সংশ্লিষ্ট কর্মসূচি এবং নিরবচ্ছিন্ন সহযোগিতার অনুরোধ জানান। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের ব্যাপারে একটি রূপরেখাও সভায় অবহিত করেন।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //







জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close