সদ্য সংবাদ :
জাতীয়

সাবেক সিটি মেয়র মনজুর আলমের মানবিক সহায়তা

Published : Sunday, 17 September, 2023 at 8:51 PM
জাহিদুল করিম কচি: সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলমের পক্ষ থেকে অসচ্ছল, প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। তিনি গতকাল এইচ এম ভবন অডিটরিয়ামে অসচ্ছল, প্রান্তিক ও নিম্ন আয়ের ৬ শতাধিক নারী–পুরুষদের মাঝে মানবিক সহায়তা হিসেবে অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এতে অন্যদের মধ্যে মোস্তফা–হাকিম শিল্প গ্রুপের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ–সভাপতি লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম ও জায়ান আব্দুল্লাহ মনজুর আলমসহ অন্যরা বক্তব্য রাখেন। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, বিত্তবানদের নিকট গরীব–দুঃখীদের হক নির্দিষ্ট করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন। আমরা আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করছি মাত্র।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //








জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close