সদ্য সংবাদ :
জাতীয়

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হতে যাচ্ছে বিশ্বমানের হার্ট ফাউন্ডেশন

Published : Sunday, 17 September, 2023 at 9:10 PM
জাহিদুল করিম কচি: চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, পুরো চট্টগ্রামের হার্টের রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করতে আমরা বদ্ধপরিকর। সেজন্য আমরা অনেক কার্যক্রম হাতে নিয়েছি এবং কিছু কার্যক্রম চলমান আছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এটি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

শনিবার চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন। মেডিকেল ক্যাম্পে সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ এলাকার গরিব অস্বচ্ছল রোগীদের হার্ট ফাউন্ডেশনের সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য কাউন্সিলর এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবৃন্দের প্রতি অনুরোধ জানান। চসিকের প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিনে সভাপতিত্বে এতে অপারেশনাল কমিটির আহ্বায়ক হাসিনা আক্তার লিপি, প্রতিষ্ঠানের সর্বপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সংগঠনের গোলপাহাড়ের কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। 

এদিকে চট্টগ্রামে হতে যাচ্ছে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নামে বিশ্বমানের আধুনিক একটি হাসপাতাল। এই হাসপাতালে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজনীয় সব উদ্যোগই নেয়া হবে জানিয়েছেন হার্ট  ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। 
সম্প্রতি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এই তথ্য জানান মোহাম্মদ আবদুস সালাম। 

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম তার স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের বিগত চার মাসের সকল সফল কর্মকাণ্ড উপস্থাপন করেন এবং বর্তমান ফাউন্ডেশনের অফিস (আউটডোর) এবং জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত পরিপূর্ণ চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের দুইটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। উল্লেখ্য ইতিমধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসনের কাছে ১০ একর জমি হার্ট ফাউন্ডেশনের নামে বরাদ্দের নামে আবেদন জানানো হয়। এটি প্রক্রিয়াধীন।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //









জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close