স্টাফ রিপোর্টার:রাজধানীর কদমতলী থানার জুরাইন ঋষিপাড়া এলাকায় রান্না করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- বিনা রানী দাস (৩৮) ও তার দেবর শ্রী বনমালী দাস (৩০)।
দগ্ধ শ্রী বনমালী দাস বলেন, সন্ধ্যায় আমার ভাবি রান্না করছিল। হঠাৎ গ্যাস লিকেজ করে আগুন ধরে যায়। ভাবির চিৎকার শুনে রান্না ঘরে গিয়ে দেখি তার সমস্ত শরীরের আগুন ধরে গেছে। তাকে বাঁচাতে গিয়ে আমিও দগ্ধ হই। পরে আমাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আমার শরীরের কোমর থেকে দুই পা এবং বাঁ হাত সম্পূর্ণ দগ্ধ হয়েছে। আর ভাবি সমস্ত শরীরই দগ্ধ হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, জুরাইন থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটিরে জরুরি বিভাগে এসেছেন। সেখানে তাদের চিকিৎসা শেষে ভর্তি রাখা হয়েছে। বিনা রানী দাসের শরীরের ৫০ শতাংশ এবং তার দেবর বনমালী দাসের ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//