স্টাফ রিপোর্টার :বিএনপির সময় ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির সময় ফুরিয়ে গেছে বলেই ভোটে আসেনি। তারা জানে তাদের জনপ্রিয়তা নেই। কোনোভাবে ক্ষমতা পেলে বিএনপি দেশে রক্ত বন্যা সৃষ্টি করবে।’ বুধবার (১ মে) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগ আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপিকে আওয়ামী লীগ ভাঙতে চায় না, নিজেদের কোন্দলেই বিএনপি ভাঙার জন্য দায়ী। ’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ, শরীরে রক্ত লেগে আছে, তাই যে কোনো ইস্যুতেই আন্দোলন খোঁজে। তারা ক্ষমতায় আসলে রক্ত বন্যায় ভাসাবে দেশ। ’
এ সময় নেতারা বলেন, ‘পোশাক খাতের শ্রমিকদের উসকানি দিয়ে এ শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে একটি চক্র। ’ দেশ ধ্বংসের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।
এর আগে ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই স্লোগানে মে দিবসের সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ। বাদ্য-বাজনা আর স্লোগানে স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//