বিমানবন্দর থেকে আটক সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা
Publish: Thursday, 22 August, 2024, 1:36 AM

স্টাফ রিপোর্টার:আলোচিত সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। এ সময় সঙ্গে তাদের কন্যাও ছিল বলে জানা গেছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা তাদের ইমিগ্রেশন সম্পন্ন করেছিলাম, কিন্তু মামলার আসামি হওয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের হেফাজতে দিয়েছি।’

জানা গেছে, তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন।

এর আগে, গত ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft