আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন শান্ত
স্পোর্টস ডেস্ক:
Publish: Wednesday, 6 November, 2024, 10:07 AM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই সংযুক্ত আরব আমিরাতে নতুন মিশনে বাংলাদেশ দল। আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় হাশমতউল্লাহ শাহিদির আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ মিশন শুরু করবে নাজমুল হাসান শান্তের দল। তবে ম্যাচের আগেরদিনও নাজমুল হোসেন শান্তর দলে যুক্ত হতে পারেননি দুই ক্রিকেটার। 

বুধবার সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে, তবে পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদের আমিরাত যাত্রা এখনও স্থবির রয়েছে। মূলত ভিসা জটিলতার কারণে তারা আমিরাতের বিমান ধরতে পারেননি। এছাড়া দলে যুক্ত নেই সাকিব আল হাসানও। যে কারণে নাসুমের একাদশে জায়গা পাওয়ার সুযোগ ছিল। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিশাদের উপরই রাখছেন আস্থা। 

গতকাল সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওদের ডানহাতি ব্যাটারদের সংখ্যা বেশি। বাঁহাতি স্পিনার না থাকলেও আমাদের রিশাদ আছে। রিশাদ যেভাবে টি-টোয়েন্টি ফরম্যাটটাতে বোলিং করছে আমার কাছে মনে হয় ও খুব ভালো একটা অপশন হতে পারে আমাদের জন্য।’

তবে নাসুম-রানার খেলা নিয়ে এখনো যেনো আশা হারাচ্ছেন না শান্ত, ‘নাসুম এবং রানা চলে আসবে। আমি এখনো এটা ভালোভাবে বিশ্বাস করি (হাসি)। ক্রিকেট বোর্ড বিষয়টা ভালোভাবে দেখছে। এখনো যেহেতু ম্যাচটা শুরু হতে সময় আছে। আরেকটু আগে আসলে ভালো হতো। এটাতো আমাদের নিয়ন্ত্রণে নাই।’ 

আফগানিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft