স্ত্রীর প্রতি ট্রাম্পের আবেগঘন বক্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 7 November, 2024, 12:12 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি। এ সময় মঞ্চের পাশে দাঁড়ানো স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প।

ডায়েসে ফিরে মেলানিয়াকে ফার্স্ট লেডি বলে সম্বোধন করে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মেলানিয়া ট্রাম্পের লেখা বইয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশের সবচেয়ে বেশি বিক্রিত বই রয়েছে তার।

সম্প্রতি মেলানিয়ার লেখা স্মৃতিকথামূলক একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘মেলানিয়া’। বইটিতে তার ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা উঠে এসেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (মেলানিয়া) দুর্দান্ত কাজ করেছেন। মানুষকে সাহায্য করার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেন তিনি। এ সময় নিজের সন্তানদেরও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেক সন্তানের নাম উল্লেখ করে তারা আমার চমৎকার সন্তান। ট্রাম্পের ভাষণের সময় পাম বিচের জড়ো হওয়া জনতা ‘আমেরিকা’, ‘আমেরিকা’ স্লোগান দেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, প্রত্যেক দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব। গত জুলাইয়ে নির্বাচনী প্রচারণার সময় গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি একটি মাত্র কারণে গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গেছি। জনতাকে তিনি বলেন, তার জীবন একটি কারণে রক্ষা পেয়েছে, সেটি হলো দেশকে রক্ষা করা।

ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসে প্রত্যেকের জন্য লড়াই করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রতিশ্রুতি দেওয়া এবং রক্ষা করাই হবে তার সরকার পরিচালনার মূলনীতি বলেও ঘোষণা দেন তিনি।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

















http://www.abnews24bd.com/ad/1723864700.gif
সর্বশেষ সংবাদ
মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান
হাসিনা-পরবর্তী বাংলাদেশের সঙ্গে উষ্ণ হচ্ছে পাকিস্তানের সম্পর্ক
সিএমপি পুলিশ কমিশনার বরাবর আবেদন সম্মিলিত পেশাজীবী পরিষদের
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: ডা. জাহিদ হোসেন
অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিক্ষোভে শিক্ষার্থীরা
পুলিশের প্রভাব খাটিয়ে জায়গার দখলে ভাড়াটিয়া, বেকায়দায় ভুক্তভোগীরা
বিপিএল পয়েন্ট টেবিল: উড়ছে রংপুর, তলানিতে ঢাকা
সাবেক কাউন্সিলর ইলিয়াছ ঢাকায় গ্রেপ্তার
পিএসএলেও দল পাননি সাকিব-মোস্তাফিজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ