এসিআই হিল সর্ম্পকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চট্টগ্রাম অফিস:
Publish: Sunday, 17 November, 2024, 10:31 PM

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর জামাল খানস্থ দাওয়াত রেষ্টুরেন্টে চট্টগ্রামের এসিআই হিল/ম্যানোলা হিল সংক্রান্তে টেলিভিশনে গত ১৪ই নভেম্বর বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য উপস্থাপন পূর্বক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্ট‍্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল্লাহ আল ফরহাদ, এডভোকেট মো. ফজলুল বারী ও আরব প্রপার্টিজ লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ। 

লিখিত বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, 'স্টান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড' চট্টগ্রামের মালিকানাধীন এসিআই হিল তথা ম্যানোলা হিল নামে পরিচিত সম্পত্তি সংক্রান্তে একটি প্রাইভেট টিভি চ্যানেলে বিগত ১৪/১১/২০২৪ইং তারিখ একটি বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে পুরো দেশের মধ্যে একটি ভুল ধারণার সৃষ্টি করেছে। যাহার কারণে, একটি রাজনৈতিক গুষ্ঠিসহ আমার প্রতিষ্ঠান "স্টান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড চট্টগ্রাম" দারুণ বিভ্রান্তি ও হয়রানির স্বীকার হয়েছে। যাহার শিরোনামে বলা হয় যে, "আওয়ামী গড ফাদারদের হাত থেকে দখলমুক্ত হাজার কোটি টাকার ম্যানোলা হিলে এবার চোখ পড়েছে জামাত নেতার।" উক্ত সংবাদে আরো প্রচার করা হয় যে, মালিকের অভিযোগ প্রাণ নাশের হুমকী দেওয়া হচ্ছে তাদের। উক্ত সন্ত্রাসী, ভূমিদূস্য, চাঁদাবাজ, স্থানীয় এলাকার গডফাদার সৈয়দ জিয়াদ রহমানকে ম্যানোলা হিলের মালিক হিসেবে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উক্ত সংবাদটি মিথ্যা তথ্য দিয়ে প্রচার করা হয় যে, "উক্ত ম্যানোলা হিল নামীয় পাহাড়টি নাকি নানান সময় ঘটনার পরিক্রমায় বিভিন্ন আওয়ামীলীগ নেতা দখলে নেওয়ার চেষ্টা করে। বিগত ২০২২ সালে ২১ শে জুন মধ্যরাতে পুলিশের সহায়তায় ম্যানোলা হিল নাকি আওয়ামীলীগের গডফাদার মহিউদ্দিন বাচ্চু, মশিউর রহমান ও কাউন্সিলর গিয়াস উদ্দিনের লোকজন দখলে নেয়"। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেমূলক। উক্ত সংবাদে বলা হয়, "ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নাকি উক্ত সম্পত্তি ফিরে পান মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। কিন্তু উক্ত সম্পত্তির নাকি এবার চোখ পড়েছে চকবাজার ওয়ার্ড জামাতের সমাজ কল্যাণ সম্পাদক মো. ইলিয়াছের।" যাহাতে সত্যের লেশমাত্র নাই। উক্ত সংবাদে সন্ত্রাসী সৈয়দ জিয়াদ রহমান, নুরুল আজিম ও পারভেজ উদ্দিনের মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সংবাদ সম্প্রচার করার পূর্বে আমার প্রতিষ্ঠানের বা মো. ইলিয়াছের কোন বক্তব্য নেওয়া হয় নাই। আমাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেয়া হয় নাই। যিনি এই সংবাদ প্রচার করেছেন আমার কাছে দালিলিক কোন কাগজপত্র না দেখে, একপক্ষীয় মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।

তিনি বলেন, আমি "স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড"-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আপনাদের প্রকৃত সত্য উদঘাটনপূর্বক অবগত করিতে চায় যে, এসিআই হীল তথা ম্যানোলা হীল নামীয় প্রতিষ্ঠানটির মূল মালিক ছিলেন "আইসিআই লি. (পাকিস্তান )"। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উক্ত প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় "আই.সি.আই লিঃ (বাংলাদেশ)"। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় "এ.সি.আই ট্রেডিং লি.” এবং উক্ত নামে বি.এস নামজারী খতিয়ান নং-১৯ চূড়ান্তভাবে প্রচারিত ও প্রকাশিত আছে। পরবর্তীতে, "এ.সি.আই ট্রেডিং লিঃ” উক্ত "এ.সি.আই হিল" তথা ম্যানোলা হীল আমার প্রতিষ্ঠান "স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড”-এর নিকট ৩০ কোটি টাকার বিনিময়ে বিগত ০৪/০৩/২০১১ইং তারিখ ৩৮৮৪ নং দলিলমূলে মালিকানা ও দখলস্বত্ত্ব হস্তান্তর করেন। অদ্যবধি পর্যন্ত সেখানে অবস্থিত দোকান সমূহের ভাড়াসহ যাবতীয় কর-খাজনাদি "স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড", চট্টগ্রাম আদায় পূর্বক সকলের জ্ঞাতস্বারে ভোগ দখলে রত আছেন। উক্ত জায়গায় আমাদের ২৪ জন সশস্ত্র আনসার বাহিনী সহ ও ০৩ জন ষ্টাফ ছিলেন।

তিনি বলেন, সন্ত্রাসী, ভূমিদূস্য সৈয়দ জিয়াদ রহমান ও তার ভাই পারভেজ উদ্দিন "পারফিউম ক্যমিক্যাল ইন্ডাষ্ট্রীজ" নামীয় প্রতিষ্ঠানের নামে "এ.সি.আই লিঃ ট্রেডিং লিঃ” -এর নিকট হইতে "এ.সি.আই হিল" ঘরভাড়া গ্রহণ করেন। কিন্তু তারা ভাড়া নেওয়ার পর হইতে যথাসময়ে ভাড়া প্রদান না করায় আই.সি.আই কর্তৃক বিতাড়িত হয়। এরপর হতে তারা উক্ত "এ.সি.আই হিলটি" একাধিকবার আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিমকে সাথে নিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা করে। যাহার ধারাবাহিকতায় সন্ত্রাসী সৈয়দ জিয়াদ রহমান, পারভেজ উদ্দিন ও নুরুল আজিম সহ আরো অনেক সশস্ত্র সন্ত্রাসী আসিয়া বিভিন্ন সময়ে আমার নিকট ০১ কোটি টাকা চাঁদা দাবী করে। না দিলে "এ.সি.আই হিল" দখল সহ আমাকে প্রাণ নাশের হুমকী দেয়। উক্ত সময় স্থানীয় চকবাজার থানা, চট্টগ্রামের পুলিশ প্রশাসনের সহায়তায় আমার ও আমার প্রতিষ্ঠান "স্টান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড" কোন রকমে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়। উক্ত বিষয় নিয়া চকবাজার থানায় উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি বাদী হয়ে ১০(০৬)২০২২ মামলা দায়ের করি। এই সময় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করলে মন্ত্রণালয় আমাদের আবেদনের প্রেক্ষিতে উক্ত সম্পত্তিতে ২৪ জন স্বশস্ত্র আনসার বাহিনী নিয়োগ প্রদান করেন।

তিনি বলেন, সন্ত্রাসী সৈয়দ জিয়াদ রহমান ও তাহার ভাই পারভেজ উদ্দিন ও সন্ত্রাসী ভূমিদস্য নুরুল আজিম ০৫ আগষ্ট, ২০২৪ইং তারিখ বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় সর্বস্থরের জনগণ যখন আনন্দ মিছিলে ব্যাস্ত, সেই পরিস্থিতির সুযোগে ৬০/৭০ জন অস্ত্রধারী সন্ত্রাসী লোক নিয়া আমার প্রতিষ্ঠানের মালিকানাধীন "এ.সি.আই হিলে" হামলা করে এবং উক্ত জায়গায় লুটপাট, ডাকাতি ও ভাংচুর সহ নানান রকম অরজাকতা সৃষ্টি করে প্রায় ২০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি করে। যাহার ভিডিও ফুটেজ আমাদের নিকট সংরক্ষিত আছে। উক্ত সময় উল্লেখিত সন্ত্রাসীগণ আমার প্রতিষ্ঠানের নিয়োজিত ২৪ জন আনসার বাহিনীকে উক্ত জায়গা হইতে বাহির হওয়ার জন্য এই মর্মে হুমকী দেয় যে, তাহারা উক্ত স্থান ত্যাগ না করলে তাহাদেরকে আগুনে পুড়াইয়া দিবে। যাহার কারণে, উক্ত স্থান হইতে আমার আনসার বাহিনী ও ষ্টাফগণ স্থান ত্যাগ করতে বাধ্য হয়। উক্ত বিষয় নিয়া মাননীয়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে বিগত ০৮/০৮/২০২৪ইং তারিখে বিশেষ ডায়েরী নং-২৮/২০২৪ (চকবাজার থানা) দায়ের করা হয়। এছাড়া একই বিষয় নিয়া কমান্ডার অফিসার বাংলাদেশ সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সহ বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। এমনকী আমার সম্মানিত দোকানদারগণ উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও থানায় জিডি করেন। যাহা বর্তমানে বিচারাধীন। কিন্তু এরপরও সন্ত্রাসী জিয়াদ রহমান, পারভেজ উদ্দিন, নুরুল আজিম সন্ত্রাসী কর্মকান্ডে এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে। তারা প্রতিনিয়তও আমার ব্যবসায়িক দোকানদার ভাইদের থেকে চাঁদা দাবী করতেছে। পানির লাইন বন্ধ করে দিচ্ছে, মসজিদ বন্ধ করে দিয়েছে। এমনকী আমার সম্মানিত দোকানদার ভাড়াটিয়াগণের নিকট হইতে জোরপূর্বক ভাড়া আদায়ের চেষ্টা করতেছে। আমরা তাহাদের অন্যায়ের প্রতিবাদ করলে, উক্ত সন্ত্রাসীরা আমাদের নামে নানান ধরনের মিথ্যা অপপ্রচার টেলিভিশনে প্রচার করবে বলে হুমকী ধমকী দিয়ে আসছিল। যাহার ধারাবাহিকতায় একটি প্রাইভেট টিভি চ্যানেলে বিগত ১৪/১১/২০২৪ইং তারিখ "এ.সি.আই হিল" নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রচার করা হয়। মূলতঃ সন্ত্রাসী ভূমিদূস্য জিয়াদ রহমান, পারভেজ উদ্দিন ও নূরুল আজিম "এ.সি.আই হিল" বা ম্যানোলা হিলের মালিক নয়। উক্ত বিষয়ে সন্ত্রাসী ভূমিদস্য সৈয়দ জিয়াদ রহমান মাননীয় স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) চট্টগ্রামের ইমারত মামলা নং-০৮/২০১৯ মামলায় বলেন যে, "সে কোনদিন এ.সি.আই হিলে দখলে ছিলেন না এবং বর্তমানেও নাই।" মূলতঃ তারা সত্যিকারের সন্ত্রাসী ও ভূমিদুস্য, তাদের অত্যাচারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে আজ স্থানীয় দোকানদার শান্তিতে ব্যবসা করতে পারতেছেন না।

তিনি বলেন, বিগত ১৪/১১/২০২৪ইং তারিখে একটি প্রাইভেট টিভি চ্যানেলে সংবাদে প্রচার করা হয় যে, "স্থানীয় চকবাজার থানা ওয়ার্ড জামাতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ ইলিয়াছ, "এ.সি.আই হিল" জোরপূর্বক দখলে চেষ্টা করতেছে।" যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যেমূলক। মূলতঃ আমাদের প্রতিষ্ঠান "স্টান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড" চট্টগ্রাম আমাদের মালিকানাধীন দোকানঘর সহ যাবতীয় বিষয়ে ডেভেলপমেন্ট/উন্নয়ন করার জন্য ও আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করার জন্য আমাদের পূর্ব-পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী ও "আরব প্রোপার্টিজ লিঃ" -এর মালিক জনাব মো. ইলিয়াছের সহিত একটি চুক্তিপত্র সম্পাদন করা হয়। আমরা আমাদের ব্যবসায়িক কর্মকান্ড বাড়ানোর জন্য জনাব মোঃ ইলিয়াছ সাহেবকে দায়িত্ব দিই। এইখানে কোন রাজনৈতিক দল বা কোন দলের সম্পৃত্ততা নাই। শুধুমাত্র সন্ত্রাসীরা তাহাদের কার্য্য হাসিল করার জন্য স্থানীয় প্রশাসন ও দেশবাসীর নিকট বিভ্রান্তী ছড়ানোর জন্য একটি রাজনৈতিক গোষ্টির নাম উচ্চারণের মাধ্যমে সংকট তৈরী করেছে। যাহা অত্যন্ত মানহানীকর ও লজ্জাজনক বটে। মূলত তাহাদের অন্যায়ভাবে দখলকে আড়াল করার জন্য মিথ্যা ও যোগসাজশীভাবে সংবাদটি প্রচার করা হয়।

লিখিত বক্তব্যে তিনি জিয়াদ রহমান, পারভেজ উদ্দিন ও নুরুল আজিমের মত সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে "এ.সি.আই হিল" ও দোকানদারকে রক্ষা করার ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগীতা চান এবং সঠিক বিষয় জেনে দোষিদের বিরূদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
  



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft