Publish: Wednesday, 20 November, 2024, 1:31 PM
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের ও ভোলার সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া বিভিন্ন মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আনিসুল হককেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজীজুল হক দিদার।
এর আগে সকাল ৮টার পর কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে আনা হয়। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিনের এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আইনজীবী আজীজুল হক দিদার জানান, ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব জসিমউদ্দিন রোডে ফজলুল করিম নামে একজনকে গুলি করে হত্যা মামলায় আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে রূপনগরে শামীম হাওলাদার নামের এক ব্যক্তি হত্যার মামলায় ভোলার সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে তিন দিনের রিমান্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//