মুজিব বর্ষের খরচ ১২শ’ কোটির বেশি, চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 20 November, 2024, 7:19 PM

মুজিব বর্ষ উদযাপনে চলতি অর্থবছরে বরাদ্দ করা বাজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহামম্মদ ইউনূস। পরে মন্ত্রিরপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রেস উইং জানায়, মুজিব বর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে। এ খরচের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের মুজিব বর্ষের বরাদ্দ বাজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য ২০১০ সালের ‘বিশেষ বিধান’ আইন রহিত করার নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


পাশাপাশি প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ একসঙ্গে উদ্‌যাপনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায়।

বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft