চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার
চট্টগ্রাম অফিস
Publish: Wednesday, 20 November, 2024, 9:50 PM

চট্টগ্রামের সিআরবিতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় বেশকিছু দেশীয় অস্ত্র, মদের বোতল, নগদ টাকাসহ ৫ জনকে আটক করা হয়। 

 সকাল ছয়টা থেকে রেলওয়ের নিয়ন্ত্রণাধীন সিআরবি এলাকায় প্রায় পাঁচশো ঘরবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ এর  সেনাবাহিনী, পুলিশ, বিজিবির প্রায় ৯ প্লাটুন সদস্য নিয়োাজিত ছিলো। যৌথবাহিনির সদস্যরা জানান, মূলত সিআরবি এলাকার চিহ্নিত অপরাধী হাত কাটা ইদু অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তাঁর বোন ইরোনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধেেও চুরি,ছিনতাই ও মাদকের অন্তত ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সিআরবি এলাকায় ইদু নামের সন্ত্রাসী আধিপত্য বিস্তার মাদকসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিলো, ঘটেছে মারামারির ঘটনাও।

এই এলাকায় মাদকের ব্যবসা, কিশোর গ্যাং এর উৎপাত ও অপরাধীদের আত্নগোপনের নিরাপদ স্থান বলে অভিযোগ রয়েছে। যে কোন ধরনের অপরাধী শনাক্ত ও অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধারে অভিযান চলমান রাখার কথা জানিয়েছে যৌথবাহিনী।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft