মোহাম্মদপুরে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৮
স্টাফ রিপোর্টার:
Publish: Thursday, 30 January, 2025, 9:31 PM

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি বলেন, মোহাম্মদপুর থানার একটি দল বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এতে শাহিন ইসলাম (২২), সোহান মিয়া (১৯), শুকরান ইসলাম (২৮), সোহেল (৪৪), রাব্বি হোসেন (২০), রাশেদ খান (১৯), মো. জীবন (২৪), বিজয় ইসলাম (২১), স্বপন মিয়া (২০), বিল্লাল হোসেন (৩০), মো. মুন্না (২০), সাগর (১৯), রবিন (১৮), মেহেদী হাসান রায়হান (২৪), মোহাম্মদ আলী আকবর (২৭), মনোয়ার রহমান (২৫), শামীম (২০) ও আরাফাত (১৮) গ্রেপ্তার হন।


গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ