বাংলাদেশের সঙ্গে ‘অসম’ চুক্তি প্রসঙ্গে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 31 January, 2025, 10:34 PM

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্যের অন্যতম ভিত্তি বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।একইসঙ্গে এসব চুক্তির প্রতি বাংলাদেশ সরকারের যথাযথ শ্রদ্ধাবোধ বজায় থাকবে বলেও আশা তাদের।


শুক্রবার (৩১ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

চলতি মাসের মাঝামাঝি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিএসএফ-বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, আমরা আশা করি, পারস্পরিক সবগুলো চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে; কারণ এগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি। প্রকৃতপক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তি তৈরি করে এমন সবগুলো চুক্তির প্রতিই সম্মান রাখা হবে বলে আশা করি আমরা।

সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তি ‘অসম’—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত-সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তাব করা হয়েছে। ভারত ও বাংলাদেশের সীমান্তে পারস্পরিক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরিতে সহায়তা করে এই চুক্তিগুলো।

এছাড়া, সম্প্রতি পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমাদের আশেপাশের সবগুলো বিষয়ে আমরা সর্বদা কড়া নজর রাখি এবং যথাযথ ব্যবস্থা নিই।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ