বিএনপির দুপক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
কুমিল্লা প্রতিনিধি
Publish: Saturday, 1 February, 2025, 9:12 PM

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক এ তথ্য জানান।

নিহত ওই নেতার নাম সেলিম ভূঁইয়া (৪৫)। তিনি উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার সমর্থক। তিনি খিলপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।



প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে বাঙ্গড্ডা বাজারে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেখান দিয়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিত একটি গাড়িবহর অতিক্রম করার সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সেলিম ভূঁইয়া নিহত হন। এ ছাড়া বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহত সেলিম সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার কর্মী ছিলেন বলে দাবি নেতাকর্মীদের।

এ বিষয়ে বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়াকে মোবাইল করা হলে তিনি ফোন ধরেননি।

ওসি ফজলুল হক বলেন, বিএনপির দুইপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। তার মৃতদেহ হাসপাতালের রয়েছে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //






আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ