হালান্ডের পুরোনো রেকর্ড ভাঙলেন কেইন
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 2 February, 2025, 9:25 AM

জার্মান ফুটবল ছেড়ে ইংল্যান্ডে গিয়ে যেমন ছড়ি ঘোরাচ্ছেন আর্লিং হালান্ড, তেমনি স্বদেশের ফুটবল ছেড়ে জার্মানিতে গিয়ে দাপট দেখাচ্ছেন হ্যারি কেইন। দুর্বল হোলস্টেন কিলকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ইংলিশ স্ট্রাইকার। জোড়া গোল করার ম্যাচে তিনি ভাঙলেন হালান্ডের পুরোনো একটি রেকর্ড।

বুন্ডেসলিগায় শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ৫০তম ম্যাচ খেলতে নামেন কেইন। মাইলফলক ছোঁয়ার ম্যাচে বিরতির ঠিক আগে ও পরে হেডে গোল দুইটি করেন তিনি। ম্যাচটি ৪-৩ গোলে জেতে বায়ার্ন। জার্মানির শীর্ষ লিগে কোনো খেলোয়াড়ের প্রথম ৫০ ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন কেইনের, তার মোট গোল হলো ৫৫টি।

অবশ্য ম্যাচটি খেলতে নেমেই রেকর্ডটি নিজের করে নেন কেইন। কেননা বরুশিয়া ডর্টমুন্ডে আড়াই মৌসুম খেলা নরওয়ের তারকা হালান্ড বুন্ডেসলিগায় প্রথম ৫০ ম্যাচে গোল করেছিলেন ৫০টি।

কিলের সঙ্গে গত সেপ্টেম্বরে প্রথম দেখায় দলের ৬-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কেইন। সেই তুলনায় এবার অবশ্য কিছুটা লড়াই করেছে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটি। যদিও ৫৪ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। তাদের অন্য গোল দুইটি করেন জামাল মুসিয়ালা ও সের্গে জিনাব্রি।

ফিন পোরাথ ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে আরও দুটি গোল শোধ করেন স্টিফেন। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত হলো বায়ার্নের। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ১৯ ম্যাচ খেলা বায়ার লেভারকুজেন।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ