গণমাধ্যম সংস্কার কমিশনকে ওনাবের ৩ দফা দাবিনামা পেশ
বিশেষ প্রতিনিধিঃ
Publish: Sunday, 2 February, 2025, 4:50 PM Update: 02.02.2025 8:02 PM

সরকার গঠিত জাতীয় গণমাধ্যম  সংস্কার কমিশনের সাথে অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর এক সভা আজ রোববার গণমাধ্যম কমিশনে অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন নিউজপোর্টালের নানাবিধ সমস্যা তুলে ধরার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ৩ দফা দাবিনামা পেশ করা হয়েছে। 
সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সভাপতি কামাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ওনাবের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী অনলাইন নিউজপোর্টালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেন। সংগঠনের পক্ষ থেকে সবশেষ বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিম। আরও আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য মোস্তফা কামাল মজুমদার, তৌহিদুল ইসলাম মিন্টু, সাখাওয়াত সজিব, বাংলা নিউজের লুৎফর রহমান হিমেল, বিডি নিউজের জাহিদুল কবীর, জাগো নিউজের কেএম জিয়াউল হক প্রমূখ।
সভা শেষে কমিশনের চেয়ারম্যানের কাছে ওনাবের পক্ষ তেকে তিনদফা দাবি নামা পেশ করা হয়। এগুলো হচ্ছে- বছর বছর রেজিষ্ট্রেশন প্রদান এবং ফি-প্রথা বাতিল করতে হবে, রেজিষ্ট্রার্ড অনলাইনগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদান করতে হবে এবং হাইকোর্টের রায় অনুযায়ি নন-রেজিষ্ট্রার্ড অনলাইনগুলোকে বন্ধ করে দিতে হবে





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ