বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
Publish: Monday, 3 February, 2025, 1:11 PM

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম (২২) নামে এক নব বিবাহত যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে নব বিবাহিত বর ও কনে ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে আত্নীয় স্বজনসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয় বর জাহিদুল। সন্ধ্যায় বর যাত্রী কালীগঞ্জের চৌধুরীর হাট এলাকায় কনের বাড়িতে যায়। বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পরে। পরে বর যাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। গতরাতে বিয়ে করে ফেরার পথে নব বিবাহ বর জাহিদুলের অসুস্থ অবস্থায় মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানায়, নব বিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //






আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ