পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: নিহত ২
মাদারীপুর প্রতিনিধি
Publish: Monday, 3 February, 2025, 1:17 PM

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দি‌কে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে বাসের পেছনে ধাক্কা লেগে আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়।
প্রাইভেটকার চালক মো. আরাফাত হোসেনের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ‘সকা‌লে পিকআপ, বাস এবং একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় বাসের ধাক্কায় সামনে থাকা পিকআপটি ছিটকে সড়কে পরে যায়। এরপর পেছনে থাকা প্রাইভেটকারটি বাসের পেছনে গিয়ে ধাক্কা লাগে। প্রাইভেটকার তেমন ক্ষতিগ্রস্থ না হলেও পিকআপের দুইজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ এবং পিকআপটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //






আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ