Publish: Monday, 3 February, 2025, 9:55 PM
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম পঁচিশ বছরের জন্য বাফুফে’কে লীজ দেয়ার সিদ্ধান্ত বাতিলের বিষয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাবসমূহের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ৩ ফেব্রুয়ারি সোমবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম।
বক্তারা বলেন, এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রামের একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্টেডিয়াম। এই স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে বিভিন্ন খেলার জন্য গঠিত উপ-কমিটির মাধ্যমে বছরের বিভিন্ন সময়ে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, কাবাডি, রাগবি, খো খো, আর্চারীসহ প্রায় ৩০টির বেশি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। অন্যান্য খেলার কথা বিবেচনায় না এনে শুধুমাত্র ফুটবল খেলা আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মাঠটি বরাদ্দ দেয়া হলে অন্যান্য সব ধরনের খেলা অনুশীলনও বন্ধ হয়ে যাবে।
তারা আরো বলেন, এম এ আজিজের বিকল্প হিসেবে কর্তৃপক্ষ চাইলে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠ, জংগল সলিমপুর বা কর্ণফুলী টানেলের অপর প্রান্তেও শুধুমাত্র ফুটবল ফেডারেশনের জন্য আলাদা মাঠ তৈরি করা যায়।
মতবিনিময় সভা চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদ, শাহনেওয়াজ রিটন, মোহাম্মদ আলী, এম এইচ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মো. হাফিজুর রহমান, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক সৈয়দ আবুল বসর, বাকলিয়া একাদশের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, শতদল ক্লাবের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, বাংলাদেশ কারাতে ফেডারেশন এডহক কমিটির সভাপতি শাহজাদা আলম, শহীদ শাহজাহান সংঘের সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর, ক্রীড়া সংগঠক নিয়াজ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //