অবসরে গিয়েও ‘ঘুষ’ নিয়ে ফাইলে স্বাক্ষর দেন বন্দরের এক কর্তা
চট্টগ্রাম অফিস
Publish: Tuesday, 4 February, 2025, 9:40 PM Update: 05.02.2025 2:03 AM

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) ট্রাফিক বিভাগে কর্মকর্তা। এই শাখায় তাকে ‘হাই সাহেব’ নামে চেনেন। অর্থ সংক্রান্ত কোনো ফাইল টাকা ছাড়া সেবা পায়না। ভূলক্রমে কোনো ভুক্তভোগি যদি ফাইলের কাজ নিয়ে তার দফতরে যান, তাহলে ফাইলটি আটকে থাকবে মাসের পর মাস। টাকা নিশ্চিত হলে, তারপর ফাইলে স্বাক্ষর দেন তিনি। সম্প্রতি অফিস বসে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

সম্প্রতি ফাইল স্বাক্ষর করে ঘুষ নেওয়ার পনের সেকেন্ডেরএকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে প্রতিবেদক। ভিডিওতে ফাইলের সঙ্গে টাকা নেয়া ব্যক্তির নাম আবদুল হাই। চবকের ট্রাফিক শাখার উচ্চমান সহকারী প্রায় দুই বছর আগে লিভ প্রিপারেশন ফর রিটায়ারমেন্ট (এলপিআর) চলে গেছেন বলে চবক সুত্রে জানা গেছে।

ভিডিওতে দেখা গেছে, ফাইলের সঙ্গে দুটি দুই হাজার নোট নিতে দেখা গেছে ওই কর্মকর্তাকে। ওই সময় চেয়ারে বসা অবস্থায় তার পরনে ছিল সাদা টিশার্ট ও মাথায় একটি টুপিও পরা ছিল তার।

গত ২ ফেব্রুয়ারি রাতে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চবকের কর্মকর্তা আবদুল হাইকে তার মুঠোফোন নম্বরে কল করে প্রতিবেদক। পরিচয় পেয়ে আবদুল হাই বলেন, তারপর? এরপর তিনি সংযোগ কেটে দেন। পরবর্তীতে আরও একবার কল করা হলে তিনি সংযোগ তোলেননি।

ওইদিন রাতে পৌনে বারটার দিকে প্রতিবেদকের নম্বরে কল করেন আবদুল হাই এর আরেক নম্বর থেকে। আবদুল হাইয়ের পরিচয় দিয়ে এক যুবক প্রতিবেদককে গালিগালাজ করার এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কেন্দ্রীয় এক সমন্বয়কের কথা বলে হুমকি দেন।’

এবিষয়ে জানতে চাইলে চবকের সচিব মো. ওমর ফারুক এবিনিউজকে বলেন,‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় ইতিমধ্যে তাকে বরখাস্ত করেছি। পরে খবর নিয়ে দেখলাম, তিনি অবসরে চলে গেছে ২-৩ বছর আগে। ভিডিওটি কখনের একটু খবর নিয়ে জানানো পরামর্শ দেন এই কর্মকর্তা।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //






আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ