গ্যাস বিস্ফোরণে স্ত্রী-সন্তানের পর মারা গেলেন স্বামীও
স্টাফ রিপোর্টার:
Publish: Tuesday, 11 March, 2025, 11:33 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ স্ত্রী-সন্তানের পর এবার না ফেরার দেশে পাড়ি জমালেন সোহাগ (২৫)। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, গত ৩ মার্চ দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, গত ৯ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান সোহাগের স্ত্রী রূপালী। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আর ৮ মার্চ মারা যায় রুপালী-সোহাগ দাম্পতির ১৮ মাস বয়সী শিশু সন্তান সুমাইয়া। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এ ছাড়া, ৭ মার্চ মারা যান মোহাম্মদ হান্নান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।


দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছে। তারা হলেন—রিকশাচালক মোহাম্মদ হান্নান, তার স্ত্রী নুরজাহান আক্তার লাকী, তাদের ছেলে সাব্বির, মেয়ে সামিয়া ও জান্নাত। 

এ ছাড়া আরেক পরিবারের ৩ জন রয়েছে। তারা হলেন—সোহাগ, তার স্ত্রী রুপালি বেগম ও তাদের একমাত্র মেয়ে সুমাইয়া। 






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ