'সাংবাদিকরা কারো কাছে মাথা নত করবে না '
চট্টগ্রাম অফিস
Publish: Tuesday, 11 March, 2025, 8:55 PM

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হবে পুরোটাই সত্য, আংশিক সত্য হয় না। সত্য মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। সেটা কোন গল্প হতে পারে। ফ্যাসিবাদের দোসর পালিয়ে গেছেন, এখন সাংবাদিকরা আর কারো কাছে মাথা নত করবে না।


মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবের মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
 
কাদের গনি চৌধুরী বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেনি। যে সব অপকর্মগুলো হয়েছে, খুন হয়েছে, মামলার ভয়ে এসব সত্য লিখতে পারেননি সাংবাদিকরা। ফলে ফ্যাসিবাদের আমলে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে শুদ্ধ সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখবো। আমরা কোন অসত্যের কাছে মাথা নত করবো না। এভাবে আমরা সাংবাদিকতার মতো মহান পেশাকে এগিয়ে নিয়ে যাবো।

 অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, দোয়া ও ইফতার মাহফিল উপ-কমিটির আহ্বায়ক শামসুল হক হায়দারী, দোয়া ও ইফতার মাহফিল উপ-কমিটির সদস্য সচিব মিয়া মোহাম্মদ আরিফ, সিএমইউজে’র সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ প্রমুখ।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ //








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ