Publish: Wednesday, 12 March, 2025, 9:56 PM
আমন্ত্রিত সাংবাদিকদের ‘অবাঞ্ছিত’ বলে তাদের বের করে দেওয়ার হুমকি দিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান। বুধবার দুপুরে নগরীর কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশান সেন্টারে বিএনপির এক সভায় তিনি সাংবাদিকদের সাথে এই অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তার নির্দেশে বিএনপির নেতারা সাংবাদিকদের হল রুমের বাইরে নিয়ে যান।
ওই কনভেনশন সেন্টারে সকাল থেকে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা চলছে। দুপুর ১২টার পর বিএনপির প্রচার বিভাগ থেকে বেলা ২টায় একটি জরুরি ব্রিফিং আছে বলে নির্ধারিত সময়ে সেখানে যাওয়ার অনুরোধ করা হয়। খবর পেয়ে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীরা সেখানে সংবাদ সংগ্রহের জন্য যান। অনেকে দীর্ঘক্ষণ হলের নিচে রোদে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এক পর্যায়ে প্রচার বিভাগের কর্মীরা সংবাদিকদের বিএনপির সভাস্থলের পাশে নিয়ে বসার ব্যবস্থা করেন।
এসময় সাংবাদিক দেখেই মঞ্চে বসা আহমদ আজম খান মাইক নিয়ে বলেন, এখানে যারা অবাঞ্ছিত তারা বের হয়ে যান, না হলে বের করে দেওয়া হবে। তার এমন আচরণে সাংবাদিকেরা রীতিমত হতভম্ভ হয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় হতবিহল এবং বিব্রত সাংবাদিকদের অনেকে দ্রুত সভাস্থল ত্যাগ করেন। সাংবাদিকদের ডেকে নিয়ে তাদের সাথে এমন অভদ্র আচরণে দলের নেতাদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। একজনকে বলতে শোনা যায়, দল এখনো ক্ষমতায় আসেনি, এখনই যদি এমন হয় ক্ষমতায় আসলে কী হবে!
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ //