চট্টগ্রাম রোটারি সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 12 March, 2025, 10:03 PM

চট্টগ্রাম রোটারি সেন্টারের উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ১২ মার্চ সেন্টার মিলনায়তনে আয়োজন করা হয় । মাহফিল আয়োজন কমিটির  চেয়ারম্যান মো. রাশেদুল আমীনের সভাপতিত্বে ইফতার র্পূব সময়ে এক আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রোটারি সেন্টারের সভাপতি সিনিয়র সাংবাদিক ওসমান গনি মনসুর এতে স্বাগত বক্তব্য রাখেন।

 সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন পিডিবি এম এ আওয়াল, পিডিবি ইজিনিয়ার মতিউর কয়মান চৌধুরী,চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ডা. মইনুল ইসলাম মাহমুদ, প্রফেসর ডা. এম এ কাশেম। দোয়া মাহফিল পরিচলনা করেন মাওলানা মো. তানভির ।


 রোটারি সেন্টারের সাধারণ সম্পাদক মো. ওমর আলী ফয়সালের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিৎ ছিলেন সেন্টারের প্রতিষ্ঠাতা সেক্রেটারি দেব দুলাল ভৌমিক সহসভাপতি খন রনজন রায়, কোষাধক্ষ্য মীর নাজমুল আহসান রবিন, সদস্য আর তৈয়ব, শেখ জামাল, তাজউদ্দীন, শায়লা মাহমুদ, হাবিবা সুলতানা, যুগ্ন সেক্রেটারি মিনহাজউদ্দিন নাহিয়ান, আলতাক মো. হান্নান, অ্যাডভোকেট, আয়েশা আক্তার সানজি প্রমূখ।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ //








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ