এম এ বারী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 14 March, 2025, 8:37 PM

সমাজসেবামূলক সংগঠন এম এ বারী ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ তম বারের মত অসচ্ছল ও দু:স্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।সংগঠনটি আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী প্রকাশ মানিক হাজীর পারিবারিক যাকাতের অর্থে পরিচালিত হয়ে থাকে। 

বৃহস্পতিবার (১২মার্চ) নগরের হালিশহরের মৌসুমি আবাসিক এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। এম এ বাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী প্রকাশ মানিক হাজীর সভাপতিত্বে ও সাংবাদিক এম. মিলাদ উদ্দিন মুন্নার সার্বিক তত্ত্বাবধানে এতে আরও উপস্থিত ছিলেন দান বীর হাজী নুরুল ইসলাম বাহার, সাংবাদিক কামাল পারভেজ, মোহাম্মদ আবু সাহিদ, অপু ইব্রাহিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ। 

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুর করিম কচি বলেন, এম এ বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে যে ইফতার সামগ্রী বিতরণের আনন্দ উৎসব হচ্ছে এই উৎসব আমরা যারা সাংবাদিকতা করি এবং যারা সমাজ সেবায় সবসময় নিয়োজিত থাকি তাদের সবার জন্য এটা একটা প্রেরণা। নি:সন্দেহে এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তাই আসুন প্রতিবেশী কি দিয়ে ইফতার করছে, সাহরী করছে খোঁজ নিই। বিবেকের দরজা খুলে দিই। 

এম এ বাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী বলেন, আমি প্রবাসে থাকা অবস্থায় আমাদের দেশের যেকোনো দুর্যোগ-দূর্ভোগে পাশে থাকার চেষ্টা করেছি। সবসময় যেন গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি সেজন্য সকলের দোয়া চাই। 

উল্লেখ্য, ২০০০ সালে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে শুরু হয় এম এ বারী ফাউন্ডেশনের এ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় ২৫ বছর ধরে চলছে মানবিক এ কার্যক্রম। এবার দ্বীপ উপজেলা সন্দ্বীপে ২০০০ পরিবার ও চট্টগ্রামে ৭০০ পরিবার  মাঝে ইফতার উপহার পৌঁছানো হয়।

এছাড়াও এম এ বারী ফাউন্ডেশনের উদ্যোগে এ পর্যন্ত ১১৪ জন গরীব ও অসচ্ছল পরিবারের মেয়ের দায়িত্ব নিয়ে ফাউন্ডেশনের পক্ষ হতে সম্পূর্ন খরচ বহন করে বিয়ের ব্যবস্থা করা হয়।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ //








http://www.abnews24bd.com/ad/1723864700.gif
সর্বশেষ সংবাদ
কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি
নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের
রোহিঙ্গাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের ইফতার, মেন্যুতে যা ছিল
কক্সবাজার কেবল পর্যটন শহরই নয়, অর্থনীতিরও কেন্দ্র: ড. ইউনূস
দেশের স্বাস্থ্যখাত নিয়ে আমীর খসরুর উদ্বেগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
' নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে '
সাংবাদিকদের ‘অবাঞ্ছিত’ বলে বের করে দেওয়ার হুমকি বিএনপি নেতার
'গণতন্ত্র ফেরাতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে'
সাংবাদিক জাহিদুল করিম কচিকে সংবর্ধনা দিল চট্টগ্রাম কলেজ
জয়রথ চলছেই, আগামী ৮ বছরেও প্রতিপক্ষদের সতর্কবার্তা কোহলির
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ