চট্টগ্রামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্যখাতের বাজেট ও বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, "বাংলাদেশের স্বাস্থ্যখাতে বাজেট জিডিপির মাত্র ১ শতাংশের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, যা বিশ্বে অন্য কোনো দেশে দেখা যায় না। দেশের সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় আফগানিস্তানের তুলনায়ও বেশি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একটি বড় পরিবর্তনের দিকে এগোতে হবে, যেখানে ডাক্তার ও পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
শুক্রবার (১৪ মার্চ) বিকালে নগরীর পাঁচলাইশ থানার কিং অব চিটাগাং-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর খসরু। চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং চমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়েজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী ও মহানগর সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম লিটনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমীর খসরু বলেন, "বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএনপি যুক্তরাজ্যের এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) মডেলের মতো সর্বজনীন স্বাস্থ্যসেবার পরিকল্পনা নিয়েছে। আমরা জিডিপির ১ শতাংশ থেকে ক্রমান্বয়ে ৫ শতাংশ বাজেট বরাদ্দ করব। তবে শুধুমাত্র বাজেট বৃদ্ধি যথেষ্ট নয়, স্বাস্থ্যব্যবস্থার গুণগত মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।"
তিনি ডাক্তারদের আহ্বান জানিয়ে বলেন, "বর্তমান স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। রাজনীতিবিদ, ডাক্তার ও পেশাজীবীদের সমন্বিত উদ্যোগেই স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।"
অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও ড্যাবের উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন বলেন, "বাংলাদেশের স্বাস্থ্যখাতে বাজেট বর্তমানে ২-৩ শতাংশ মাত্র, যা বাস্তবতার তুলনায় খুবই অপ্রতুল। বিএনপি সরকার গঠন করলে এ বাজেট ১০-১২ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।"
বিশেষ অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার জানান, "অচিরেই ড্যাবের নতুন কমিটি ঘোষণা করা হবে। যাঁরা বিগত ১৭ বছর ধরে সংগঠনের জন্য কাজ করেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে নেতৃত্ব নির্ধারণ করা হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. আবদুস সালাম, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরীসহ অন্যান্য চিকিৎসক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ড্যাবের এই ইফতার মাহফিলে বক্তারা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং একটি কার্যকর ও সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ //