সদ্য সংবাদ :
আন্তর্জাতিক

ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ : নিরাপদে বাঙালিরা

Published : Monday, 14 November, 2022 at 11:20 AM
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি রাস্তায় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি।

রোববার (১১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শহরের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।

ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণে ছয় জন মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জনের মতো। তবে এ ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি।

তিনি বলেন, এখানে কয়েক হাজার বাংলাদেশির বসবাস। কিছু পর্যটক সবসময় থাকে।

তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিস্ফোরণের পর সেখানকার সমস্ত দোকানপাট ও রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আলজাজিরার ইস্তাম্বুল প্রতিনিধি বলেছেন, হঠাৎ করেই এমন একটা বিস্ফোরণ ঘটল। শহরে হামলার বিষয়ে আগে থেকে কোনো সতর্কবার্তা ছিল না। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে দৃঢ় সন্দেহ রয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।




 
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close